ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জের অগ্নিকান্ডে ১০ লাখ টাকা পণ্য পুড়ে ছাই

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলাবাজারের একটি বন্ধ থাকা ইলেকট্রনিক্সের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ওই বাজারের বর্ষণ ইলেকট্রনিক্স এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানায়, আজ বেলা ১১ টার দিকে বাজারের বন্ধ থাকা বর্ষণ ইলেকট্রনিক্স এর মধ্যে হঠাৎ ধোঁয়া দেখতে পাই। এরপর ধোয়া কুণ্ডলী আকার ধারণ করলে ফায়ার সার্ভিসকে খবর দেই। তবে ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থল অনেক দূরে এবং সড়ক অত্যন্ত খারাপ হওয়ায় জন্য বেশ বিলম্বে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে এলাকাবাসি পানি ও বিভিন্ন দোকানে সিকিউরিটির জন্য রাখা কার্বনডাই অক্সাইড গ্যাস প্রয়োগ করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করে।

বর্ষণ ইলেকট্রনিক্সের মালিক বজলুর রহমান জানান, বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ থাকায় দোকান বন্ধ ছিলো। দোকানে প্রায় ১০ লক্ষাধিক টাকার টিভি, ফ্যান, মোবাইলসহ ইলেকট্রনিক্স সামগ্রী ছিল। দোকান বন্ধ থাকায় স্থানীয়রা প্রথম পর্যায়ে তেমন একটা সাহায্য করতে পারেনি। তবে এরপর স্থানীয় ব্যবসায়ীরা তালা ভেঙ্গে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডা. মামুনুর রশিদ জানিয়েছেন, বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।  বাজারটি ফায়ার স্টেশন থেকে বেশ দূরে হওয়ায় একটু জটিলতা হয়েছে। ওই প্রতিষ্ঠানের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন