ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় এক প্রবাসী কোয়ারেন্টিনে

প্রথমবারের মতো বরগুনার পাথরঘাটা উপজেলায় এক প্রবাসীকে করোনা ভাইরাস সতর্কতায় বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রবিবার সকালে তিনি লেবানন থেকে দেশে ফিরেছেন।

উপজেলার স্বাস্থ্যকর্মীরা তাঁর সঙ্গে দেখা করে তাকে কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, লেবানন থেকে আসা প্রবাসীকে তাঁর বাড়িতে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এ সময় তিনি ঘরের বাইরে বের হতে পারবেন না। স্থানীয় দুজন স্বাস্থ্যকর্মী সব সময় তাঁর খবর রাখছেন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন