ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করব: প্রধানমন্ত্রী

নভেল করোনাভাইরাস মোকাবিলায় একসাথে কাজ করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট দেশের সরকার প্রধানরা এই ভাইরাস মোকাবিলা নিয়ে করণীয় নির্ধারণে একটি ভিডিও কনফারেন্স করেন। এতে অংশ নিয়ে শেখ হাসিনা ওই প্রত্যয় জানান।

সার্কভুক্ত দেশ প্রধানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করব। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ভাইরাস মোকাবিলা করব।

দেশে এরই মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভিডিও কনফারেন্সে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এ সময় বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

গত ১৩ মার্চ নরেন্দ্র মোদি টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা ওইদিনই এ প্রস্তাবে সম্মতি জানান।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন