ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তের ওমেয়ে

বসন্তের ওমেয়ে
———————————–
ওমেয়ে কি করছো,
  ফুল কুঁড়িয়ে
ফুলের ডালি ভরছো!
   কার জন্যে এতো
বসন্ত শোভা মাখছো অঙে।
শিমুল-পলাশে হাসছো,
  এলো বাতাসে
আঁচল ছেড়ে উড়ছো,
  সুখ নিঃশ্বাস যতো
দখিনা উদাস মনের রঙে!
হাসিতে মুক্ত ছরাচ্ছো,
   ঠিকানা আকাশে
বন্ধ জানালা খোলছো,
   ভালবাসার মতো
ফোটাচ্ছো আপন কলি!
ওমেয়ে এইতো কাঁদছো,
    কেন মন ছুঁয়ে
মনের স্বপ্নপাঠ পড়ছো,
    অদম্যতা প্রাণে
চোখে প্রেমের দ্বার খুলি!

সংবাদটি শেয়ার করুন