ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোমরা বন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু

সাড়ে পাঁচ মাস পর আবারও শুরু হল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি। ভারত রফতানি বন্ধ করে দেয়ায় প্রায় ছয় মাস পর এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হল। রোববার (১৫ মার্চ) দুপুর ১টা থেকে ভারতীয় পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করে।

ভোমরা স্থলবন্দরে আসার জন্য ইতোমধ্যে ভারতের ঘোজাডাঙ্গায় ৮৮টি পেঁয়াজবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আমির হামজা বলেন, প্রতিটন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। খুলনার মেসার্স হামিদ এন্টারপ্রাইজ, রাজবাড়ীর মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ ও সাতক্ষীরার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজসহ একাধিক আমদানিকারক এই পেঁয়াজ আমদানি করছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর অভ্যন্তরীণ সংকটের কারণে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন