করোনাভাইরাসের প্রভাবে ইতালিসহ বিদেশফেরত সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে পালন করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর।
আজ রবিবার (১৫ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানেন, “ইতালিসহ দেশের বাইরে থেকে যারা দেশে আসছেন তারা সবাই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন কঠিনভাবে পালন করবেন, এটাকে এখন আর হালকাভাবে দেখার সুযোগ নেই।’
তিনি আরও জানান, ইতালিফেরত যাদের এলাকায় পাঠানো হয়েছে তাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই পাঠানো হয়েছে। এর পর থেকে যারা আসবেন প্রত্যেককে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যদি এর পরও কেউ না মানেন তাহলে আরো কঠিন পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
এক সংবাদ সম্মেলনে জানানো হয় দেশে এখন ২৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। যাদের কোয়ারেন্টাইন পালন করতে বলা হয়েছে তাদের মধ্যে কেউ যদি তা পালন না করে তাহলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে বাধ্য করা হবে।
আইইডিসিআর পরিচালক জানান, শনিবার (১৪ মার্চ) দুই জনসহ টোটাল পাঁচজন করনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এখন তাদের অবস্থা ভালো আছে। ইতিমধ্যে আগের তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
আনন্দবাজার/শাহী