বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা অ্যান্ডি স্লাভিট।
জানা যায়, অ্যান্ডি স্লাভিট বারাক ওবামার শাসনামলে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেয়ার ও মেডিকেড সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করতেন। গতকাল শুক্রবার (১৩ মার্চ) তিনি তার টুইটারের একটি পোস্টে লিখেছেন, বর্তমানে বিশেষজ্ঞরা ধারণা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারাতে পারেন।
তিনি আরো লিখেছেন, করোনা ভাইরাসের বিস্তার রোধ করা যায়নি এবং এমনকি আমরা এই রোগের আক্রান্ত হয়েছি কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য কোনো পরীক্ষাও করতেও পারছি না।
মার্কিন স্বাস্থ্য বিভাগের সাবেক এই কর্মকর্তা আরো জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টিকে প্রথমে গোপন রেখে পরিস্থিতি আরও খারাপের খারাপের দিকে নিয়ে গেছেন।
স্লাভিট জানান, নিয়ন্ত্রণ করার মতো একটি বিষয় এখন আমেরিকার স্বাস্থ্যসেবার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়ে পরিণত হতে যাচ্ছে।
আনন্দবাজার/শাহী