ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০১ জন এবং প্রাণ হারিয়েছেন ৪০ জন।  খবর : বিবিসি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসস জানান, ইউরোপ এখন বিশ্বব্যাপী মহামারীর ‘কেন্দ্রস্থল’। জীবন বাঁচাতে আগ্রাসী ব্যবস্থা, সম্প্রদায়কে সংহতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে আহ্বান জানিয়েছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় বেশ কয়েকটি দেশ সংক্রমণ এবং মৃত্যুর ক্ষেত্রে ঝুঁকির মধ্যে রয়েছে। ইতালিতে গেল ২৪ ঘন্টায় ২৫০ জনের প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ২ শ’ ৬৬ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বণ্যপ্রাণীর বাজার থেকে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত এই মরণঘাতী ভাইরাসের আক্রন্ত হয়ে ৪ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৮০ জন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন