ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ও সাধারণ জ্বরের পার্থক্য

করোনা ভাইরাস দিন দিন ভয়াবহ থেকে ক্রমাগত ভয়াবহ হয়ে উঠছে। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে আতঙ্কগ্রস্ত সকলেই।

অপরদিকে দেখা দিয়েছে ঋতু পরিবর্তনের কারণে জ্বর-কাশি প্রকোপ। ফলে অনেকেই এই সংক্রমণকে করোনার সঙ্গে গুলিয়ে ফেলছে। তাই করোনা সংক্রমণ আর সাধারণ জ্বর এই দুটোর মধ্যে পার্থক্য করবেন কী করে- সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ভারতের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অনিল গুরতু।

তিনি জানান, করোনা আক্রান্ত হলে প্রথম ১০ দিনে নুন্যতম ১০৪ ডিগ্রি জ্বর থাকবে। কারণ এই ভাইরাসের প্রকোপ মানব দেহে জারি থাকে ১০ দিন। আর সাথে শুকনো কাশি।

ওই চিকিৎসক আরও জানান, যেটা ভাইরাল জ্বর বা সাধারণ জ্বর (ফ্লু), অর্থাৎ ঋতু পরিবর্তনের জেরে হয়ে থাকে, সেটায় জ্বরের সঙ্গে সর্দি, নাক বন্ধ, গলা খুশখুশ হয়। কিন্তু করোনাতে নাক বন্ধ কিংবা সর্দির লক্ষ্মণ দেখা যায় ন। এই ভাইরাস সোজা শ্বাসযন্ত্রকে আক্রমণ করে, তাই শুকনো কাশির সঙ্গে ১০৪ ডিগ্রি জ্বর শরীরকে দুর্বল করে তোলে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন