ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত অস্কারজয়ী টম হ্যাংকস ও তার স্ত্রী

এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী রিটা উইলসন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থানরত এই দম্পতির শরীরে করোনার অস্তিত্ব পাওয়ার পর তাদের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে করোনায় আক্রান্তের কথা জানিয়েছেন ৬৩ বছর বয়সী এই হলিউড অভিনেতা। তার স্ত্রীর বয়সও ৬৩ বছর।

ইনস্টাগ্রামে হ্যাংকস লিখেছেন, শারীরিক দুর্বলতা অনুভব করছিলাম। ঠান্ডা, শরীরে ব্যথা ও জ্বর নিযে পরীক্ষা করানোর পর আমাদের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। হ্যাংকস জানান, তারা এখন আইসোলেশনে থাকবেন।

ইনস্টাগ্রামে পরবর্তী পোস্টে সবাইকে আপডেট তথ্য জানাবেন বলেও ঘোষণা দেন তিনি।

 

 আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন