ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষের টি-টোয়েন্টি ম্যাচ ও কনসার্ট স্থগিত

মুজিববর্ষ উপলক্ষ্যে হতে যাওয়া দুটি টি-টোয়েন্টি ম্যাচ ও কনসার্ট স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে মুজিববর্ষের রাষ্ট্রীয় বিভিন্ন আয়োজন কাটছাঁট করার ধারাবাহিকতায়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ১৮ মার্চ এ আর রাহমানের কনসার্ট আর ২১ ও ২২ মার্চ এশিয়া ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দুটি আপাতত হচ্ছে না।

তিনি আরো বলেন, চলমান উদ্বেগজনক পরিস্থিতির অবসান হলে এই আয়োজন নিয়ে ফের ভাববেন তারা।

গত রোববার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ২১ ও ২২ মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশ। তার আগে ১৮ মার্চ হবে এ আর রহমানের কনসার্ট। তবে সেদিনই বাংলাদেশে করোনা সংক্রমণের খবর জানা যায়। ফলে মুজিববর্ষের মূল রাষ্ট্রীয় আয়োজন স্থগিত করাসহ অন্যান্য অনুষ্ঠানও সীমিত আকারে করার কথা জানানো হয়।

এরপর ক্রিকেটের এসব আয়োজনও স্থগিত হওয়া একরকম নিশ্চিত হয়ে যায়। বিসিবি অপেক্ষায় ছিল সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার। শেষ পর্যন্ত সরকারের পরামর্শেই চূড়ান্ত হয়েছে এই সিদ্ধান্ত।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন