শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি : শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি এখনো দেশে তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি-ডিআরইউতে নারী দিবস নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তর আইইডিসিআর বিভাগ দেশ-বিদেশের কভিড (করোনাভাইরাস) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিদিন তারা দেশে কভিড (করোনাভাইরাস) পরিস্থিতির সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানিয়ে জানাচ্ছে।

ষোল কোটি মানুষের দেশে তিনজন আক্রান্ত পাওয়া গেছে, এটা খুব বেশি ভয়ের নয় জানিয়ে মন্ত্রী বলেন, আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছে তাদেরও কোরেন্টাইনে রাখা হয়েছে। ফলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে জানিয়েছেন আইইডিসিআর।

দীপুমনি বলেন, তাই অহেতুক আতঙ্কিত না হয়ে, প্রতিরোধ ব্যবস্থা মেনে চলতে হবে। মন্ত্রী আরো বলেন, নেতিবাচক সংবাদের পাশাপাশি গণমাধ্যমে ইতিবাচক সংবাদ বাড়ানো উচিৎ। ইতিবাচক সংবাদকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলে, সারা দেশের মানুষের চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  তরুণরাই পারবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে- শিক্ষামন্ত্রী

সংবাদটি শেয়ার করুন