ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শাকিব খানের ‘শাহেনশাহ’কে লিগ্যাল নোটিশ

একাধিক দৃশ্যে সতর্কতামূলক বার্তা ছাড়াই ধূমপানের দৃশ্য দেখানোয় শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ চলচ্চিত্রকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে ডাক ও রেজিস্ট্রিযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ১৪(২) ধারা সংশোধন এবং আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়ে নোটিশে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে।

আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টরা ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

মনিরুজ্জামান লিংকন বলেন, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ চলচ্চিত্রে একাধিক দৃশ্যে সিগারেটের ব্যবহার করা হলেও কোনো সতর্কবার্তা ব্যবহার করা হয়নি। বরং নানা রঙে-ঢঙে ধূমপানের দৃশ্য আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অনুযায়ী সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা না করার বিধানটি লঙ্ঘন করায় মুক্তিপ্রাপ্ত শাহেনশাহ সিনেমার কিছু দৃশ্য বাতিলের জন্য সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন