ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পেয়াঁজের দাম কমায় শঙ্কায় শৈলকুপার কৃষকরা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম পেয়াঁজ। এসব পেয়াঁজ পরিপক্ক না হলেও ভাল দামের আশায় বহু চাষী মাঠ থেকে পেয়াঁজ সংগ্রহ শুরু করেছে। কাঁচা পেয়াঁজ তুলেই দ্রুত বাজারমূল্য ধরতে ভোররাত থেকেই বাজারমুখী হয় শৈলকুপার চাষীরা। তবে শুরুতেই দাম নেমে যাওয়ায় শঙ্কিত চাষীরা।

এ বছর পৌর এলাকাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন মাঠ জুড়ে ৮ হাজার ৬শ ৫০ হেক্টর জমিতে পেয়াঁজ আবাদ করা হয়েছে। শৈলকুপা বাজার ঘুরে জানা গেছে, সকাল ৮টার মধ্যে শৈলকুপা বাজারে বিক্রয় কেন্দ্রে ঠাইনা পেয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষায় থাকতে হয়েছে। লাইন ধরে ভ্যান, নসিমনসহ বিভিন্ন গ্রাম্য পরিবহনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের আবিদুল ইসলাম বলেন, বাজারে জায়গা পেতে রাত ৩টার পর থেকেই পেয়াঁজ চাষীদের গাড়ী শৈলকুপা বাজারমুখি হয়। ভোর রাতের মধ্যে যারা মূল বাজারে পৌঁছেছে সে সকলচাষীরা কিছু সময় ৭ থেকে ৮’শ টাকায় ভাল পিয়াজ বিক্রি করে থাকে। অথচ ১ ঘন্টার ব্যবধানে বাজার ছেঁয়ে যায় পেয়াঁজে দামও নেমে আগে ৫শ টাকায়।

পাইকপাড়া গ্রাম থেকে কৃষক আশরাফ আলী বলেন, বেশি দামের আশায় ২ বিঘা জমির অপরিপক্ক তুলে এনে পানির দরে বিক্রি করেছি। হঠাৎ বাজারে এমন মূল্য নেমে যাওয়ায় বহু কৃষক আগাম পেয়াঁজ তুলে ক্ষতিগ্রস্থ হয়েছেন।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সনজয় কুমার কুন্ডু জানান, ভালভাবে পরিপক্ক পেয়াঁজ বাজারে আসতে আরো ১৫-২০ দিন সময় লাগবে। বেশি মুনাফার আশায় যেসকল চাষীরা কাঁচা পেয়াঁজ সংগ্রহ করছে তারা ওজন এবং অর্থনৈতিক দুই ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন