বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবির) বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে বিশ্ববিদ্যালয়ে এই প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার(১০ই মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নীলিমা আফরোজের এক সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য তাঁকে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এর ১২ (১) অনুযায়ী অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। তবে রাষ্ট্রপতি প্রয়োজন বোধ করলে এর আগেই নিয়োগ বাতিল করতে পারেন। উপ-উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা পাবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতার প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ড. সরিফা সালোয়া ডিনা বলেন, উপ-উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করবার সুযোগ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে কোনো পদে দায়িত্ব পাওয়াটা যেমন আনন্দের তেমনি সঠিকভাবে দায়িত্ব পালন করাটাও অনেক বড় কঠিন কাজ। তারপরও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করে যাবো।
উল্লেখ্য; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১১ বছর পর প্রথম উ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সরিফা সালোয়া ডিনা। এর আগে গুরুত্বপূর্ণ এ পদটি শুন্য ছিল।
আনন্দবাজার/শাহী