শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে বসানো হচ্ছে থার্মাল স্ক্যানার

অবশেষে বিদেশ ফেরত যাত্রীদের করোনা ভাইরাস শনাক্ত করতে থার্মাল স্ক্যানার মেশিন বসানো হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার দুপুরে একটি থার্মাল স্ক্যানার মেশিন চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে।

তাছাড়াও চট্টগ্রাম বন্দরে খুব শিগগিরই একটি থার্মাল স্ক্যানার মেশিন বসানো হবে বিদেশি জাহাজের নাবিকদের পরীক্ষার জন্য।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী জানান, একটি থার্মাল স্ক্যানার মেশিন আগে থেকেই ছিল চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে।  কিন্ত গত ৬/৭ মাস আগে এটি অকার্যকর হয়ে যায়। তাই বিমানবন্দরে করোনা ভাইরাস শনাক্তে হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়েই চলছিল দেশের বাইরে থেকে আসা দেশি ও বিদেশিদের স্বাস্থ্য পরীক্ষা।

তিনি আরও জানান, মঙ্গলবার একটি মেশিন এসেছে। বিমানবন্দরে বসানো হচ্ছে এটি। বুধবার থেকে সকল বিমানযাত্রীকেই থার্মাল স্ক্যানার মেশিন দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

অপর মেশিনটি শিগগিরই চট্টগ্রামে এসে পৌঁছবে। সিভিল সার্জন বলেন, সেটি চট্টগ্রাম বন্দরে বসানো হবে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  তাল সম্রাজ্যে পিঠার মেলা

সংবাদটি শেয়ার করুন