ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির কারাগারে করোনা নিয়ে দাঙ্গায় নিহত ৬

দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী ব্যবস্থা নিতে গিয়ে ইতালির একটি কারাগারের কারারক্ষী ও বন্দিদের মধ্যে দাঙ্গা হয়। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এ ঘটনার পর সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে পুরো দেশের কারাগারগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়।

আল জাজিরা জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো ব্যবস্থা নিতে বন্দিদের আলাদা করা এবং দর্শনার্থীদের ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর দুইটি কারাগারে দাঙ্গা সৃষ্টি হয়। একটি কারাগারে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে রাখে বন্দিরা। আরেকটি কারাগারে হতাহতের ঘটনা ঘটে।

ইতালির কারা কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা ফ্রান্সিসকো বাসেন্তিনি বলেন, ইতালির উত্তরাঞ্চলীয় শহর মোডেনায় দাঙ্গা হওয়ায় কারাগারের ভেতরেই তিনজন বন্দি মারা যায়। অন্য তিনজন মারা যায় বন্দিদের অন্যত্র স্থানান্তরের সময়।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে ইতালিজুড়ে সব ধরনের স্কুল, ব্যায়ামাগার, জাদুঘর, নাইটক্লাব এবং অন্যান্য জনবহুল স্থান বন্ধ ঘোষণা করে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই জরুরি অবস্থা জারি কার্যকর থাকবে। উল্লেখ্য, ইতালিতে করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঘটেছে। সোমবারও (৯মার্চ) করোনায় প্রণ হারিয়েছেন ৯৭ জন। সবমিলিয়ে দেশটিতে এখন মৃতের সংখ্যা ৪৬৩ জনে দাঁড়িয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন