বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব দেশের ব্যবসা-বাণিজ্যে পড়তে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ৩১তম সভা শেষে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন।
এম এ মান্নান বলেন, করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। সুতরাং বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়বে। কিন্তু কি রকম কিংবা কতটুকু প্রভাব পড়বে তা এখনও বলা যাচ্ছে না।
এর আগে রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেকের অনুষ্ঠিত বৈঠক একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন। এ বৈঠকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধিসহ সর্বমোট ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয় একনেক।
এসব প্রকল্প বাস্তবায়নে জন্য মোট ২৪ হাজার ১১৩ কোটি ২৭ লাখ টাকা খরচ হবে। যার মধ্যে সরকার দিবে ৬ হাজার ১৫১ কোটি ২৬ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে থেকে ২ হাজার ২১৩ কোটি ২৫ লাখ এবং বৈদেশিক ঋণ থেকে ১৫ হাজার ৭৪৮ কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হবে।
আনন্দবাজার/এম.কে