পাহাড় কাটার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৯ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (০৯ মার্চ) দুপুরের পর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ধারা ৭ অনুযায়ী, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধনের জন্য প্রাথমিকভাবে ১২ লাখ ২৫ হাজার টাকা পরিবেশগত ক্ষতি মূল্যায়ন করে জরিমানা হিসেবে তা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।
মোয়াজ্জম হোসাইন জানান, সাত কার্য দিবসের মধ্যে জরিমানার টাকা জমা দিতে হবে। এর আগে পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছিল।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোয়াজ্জম হোসাইন জানান, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাহাড় থেকে গাছ বিক্রি করা হয়েছে। সেই গাছ পরিবহনের জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়। এ অভিযোগ পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গাছ পরিবহনে জড়িত দু’জন ব্যবসায়ীকে নোটিশ করা হয়। নোটিশের শুনানির পর তাদের জরিমানা দিতে বলা হয়েছে।
আনন্দবাজার/শহক/মহ