শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী ল্যাবে কাজ করার সময় নিজেদের অসতর্কতার কারণে গুরুত্বরভাবে দগ্ধ হয়েছেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) দুপুর দেড়টায় একাডেমিক ভবন ‘বি’ এ বিভাগের ৪র্থ তলায় অবস্থিত ল্যাবে অসতর্ক অবস্থায় কাজ করার সময় সিইপি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আন নাসিম ও তাহমিদুল করিম।
তাদের একজনের হাত ও অন্যজনের পাকস্থলির নিচের অংশ ও দুই হাত ঝলসে গেছে বলে জানা গেছে।
বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ‘শিক্ষার্থীরা অসতর্ক অবস্থায় কাজ করার সময়ে এ দুর্ঘটনা ঘটেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।’
আনন্দবাজার/শাহী