ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাসের শঙ্কায় কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট

করোনাভাইরাসে আক্রান্তের শঙ্কায় নিজ থেকে কোয়ারেন্টাইনে গেছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো ডি সুজা। রবিবার দেশটির সরকারি একটি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি পর্তুগালের উত্তরাঞ্চলীয় একটি স্কুলে একদল শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট । সেখানে শিক্ষার্থীদের সঙ্গে ছবিও তোলেন। পরে এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই তিনি সমস্ত সরকারি কার্যক্রম বাতিল করে বাড়িতে অবস্থান নেন।

প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়, মার্সেলো রিবেলোর মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। কিন্তু  প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এখন থেকে বাড়িতে বসে কাজ চালিয়ে যাবেন।

পর্তুগালে এখন পর্যন্ত ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে বাংলাদেশে এ ভাইরাসে তিনজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালি ফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ তিনজনের সংস্পর্শে এসেছিলেন এমন আরও ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন