ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হওয়ায় দায়িত্ব ছাড়লেন ইতালির সেনাপ্রধান

সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালির সেনাপ্রধানের দায়িত্ব ছাড়লেন সালভাতোর ফারিনাও। তবে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ফেডেরিকো বোনাতোর। আজ সোমবার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এক বিবৃতিতে ইতালির সেনাপ্রধান জানিয়েছেন, প্রাথমিকভাবে অসুস্থ বোধ করায় নিজ থেকেই আমি আইসোলেশনে ছিলাম। পরে এ সংক্রান্ত পরীক্ষায় আমার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বর্তমানে আমি নিজ বাড়িতেই কোয়ারেনটাইনে আছি।

উল্লেখ্য, গেল রবিবার (৮ মার্চ) একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছে রেকর্ড সংখ্যক ১৩৩ জন মানুষ। এছাড়াও নতুনভাবে আক্রান্ত হয়েছে ১৫শ’ জনের মতো। এসব মিলিয়ে ইউরোপের দেশটিতে এখন মৃতের সংখ্যা ৩৬৬ জনে দাঁড়িয়েছে  এবং আক্রান্ত ৭ হাজারের বেশি মানুষ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন