ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক সরবরাহ করবে স্বাস্থ্য অধিদফতর

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও তাদের সংস্পর্শে যারা থাকবেন অথবা যারা আক্রান্ত ব্যক্তির সেবা করবেন তাদের মাস্ক সরবরাহ করবে স্বাস্থ্য অধিদফতর। আজ সোমবার (৯ মার্চ) আইইডিসিআরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করছেন।

অধিদফতরের মহাপরিচালক বলেন, সকলের মাস্ক ব্যবহার করার মতো পরিস্থিতি এখনো আমাদের দেশে তৈরি হয়নি। যারা আক্রান্ত হয়েছেন কিংবা আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন, শুধু মাত্র তারা মাস্ক পরবেন। যাদের মাস্ক পরা দরকার, তারা যাতে মাস্ক পান, সে উদ্যোগ আমরা নিয়েছি।

তিনি বলেছেন, করোনা প্রতিরোধ ও মোকাবিলায় আমাদের চোখ-কান খোলা আছে। প্রশাসনের সব বিভাগ প্রস্তুত রয়েছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমার মনে হয়, মানুষের ভয়ের কোনো কারণ নেই।

এর আগে দুপুরে আইইডিসিআর মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় আক্রান্ত ৩ বাংলাদেশি সুস্থ আছেন। নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। যেহেতু আমাদের ঝুঁকি কম, তাই আপনারা এটা নিয়ে শঙ্কিত হবেন না।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন