সারা বিশ্ব ছড়িয়ে পড়ছে মরণঘাতী করোনাভাইরাস (কোভিট ১৯)। তবে প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনসাধারণের মধ্যে। এদিকে করোনা প্রতিরোধে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ সোমবার (০৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এসব পরামর্শ দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম এ তথ্য জানান।
স্বাস্থ্য সচিব জানায়, প্রধানমন্ত্রী দেশবাসীকে জমায়েত থেকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তবে স্কুল কলেজ বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।
আনন্দবাজার /এম.কে