খেলার ময়দানে মৃত্যু, নতুন কোনো ঘটনা নয়। এবার অবতারণা ঘটল আরেকটি হৃদয়বিদারক দৃশ্যের। ফুটবল মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাইজেরিয়ার খেলোয়াড় চিয়েমে মার্টিনস। দেশটির শীর্ষ লিগের ক্লাব নাসারাওয়া ইউনাইটেডের হয়ে খেলতেন তিনি।
রোববার নাইজেরিয়ান পেশাদার লিগে কাতসিনা ইউনাইটেডের মুখোমুখি হয় মার্টিনসের দল। ম্যাচে গোল আসেনি তখনও। ঠিক সেই সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগে মার্টিনস এর। এতে আহত হন তিনি। আঘাতটা গুরুতর হওয়ায় মাটিতে লুটিয়ে পড়েন মার্টিনস। দুর্ভাগ্যবশত তাকে চটজলদি হাসপাতালে নিয়ে যেতে পারেননি মাঠকর্মীরা। কারণ তাদের অ্যাম্বুলেন্স অকেজো ছিল। ফলে সংবাদকর্মীদের গাড়িতে করে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়। হাসপাতালে পৌঁছানো মাত্রই দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যদিও শেষ অবধি দাপুটে জয় তুলে নেয় মার্টিনসের দল নাসারাওয়া। কাতসিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে মার্টিনসের মৃত্যুর খবরে জয়ের আনন্দ ফিকে হয়ে যায়। দুঃসংবাদ শুনে মাঠেই কান্নায় ভেঙে পড়েন সতীর্থরা।
ফুটবল মাঠ থেকে চিরতরে না ফেরার দেশে পাড়ি জমানোর ঘটনা এটি প্রথম নয়। এর আগে মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যানচেস্টার সিটির ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়েন ফো।
আনন্দবাজার/ টি এস পি