রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সর্ম্পকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বক্তব্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো।
রোববার বিকেলে ছাত্র সংগঠনগুলোর পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (৭মার্চ) বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেছেন, ‘আমি বহুবার বলেছি, রাকসু নির্বাচন দিতে চাই। কিন্তু একটি ছাত্র সংগঠনও রাজি হয়নি।’ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তাব্যক্তি হিসেবে উপাচার্যের এ বক্তব্য ছাত্র সংগঠনগুলো সম্পর্কে মিথ্যাচার। কেননা প্রগতিশীল ছাত্রজোটসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এরই প্রেক্ষিতে গতবছর ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপ করেছে প্রশাসন। কিন্তু পরবর্তীকালে প্রশাসনের অনীহার কারণে রাকসু নির্বাচনকেন্দ্রীক কার্যক্রম লোক দেখানোর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনের স্বৈরতান্ত্রিক মনোভাব, দুর্নীতি, লুটপাট, নিয়োগ বাণিজ্য ব্যর্থতা ঢাকতেই এরকম বিভ্রান্তিমূলক মিথ্যা বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। এছাড়া উপাচার্যের এ বক্তব্য প্রত্যাহার করে অবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিও জানান তারা।
একই দাবিতে প্রতিবাদ জানিয়েছে রাবি শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। তারাও উপাচার্যের এমন মিথ্যাচারমূলক বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অতি দ্রæত রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয় ।
আনন্দবাজার/শাহী