ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাল্য বিবাহকে লালকার্ড দেখাল কক্সবাজারে ছাত্রীর

কক্সবাজার জেলার রামু উপজেলায় আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে বাল্য বিবাহকে লালকার্ড প্রদর্শন করা হয়েছে। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যে রবিবার  র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সরওয়ার উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক, উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইপসা আস্থা প্রকল্পের এসএমও ইকবাল হোসেন। অনুষ্ঠানে স্কুল পর্যায়ে ‘ সমাজ গঠনে নারীর ভূমিকা’ বিষয়ে রচনা প্রতিযোগিতা এবং নারীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতাায় বিজয়ীদের পুরষ্কার দেয়া হয়। সব শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গনে বাল্য বিবাহকে লালকার্ড প্রদর্শন করে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহ¯্রাধিক ছাত্রী। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক- শিক্ষিকা, বিভিন্ন স্থরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ৫ মার্চ রামুতে নারী সমাবেশের আয়োজন করা হয়।

আনন্দবাজার/শহক/এম ফি উ খো

সংবাদটি শেয়ার করুন