আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মােংলায় “সর্বদলীয় সম্প্রীতি উদ্যােগ” এর আয়ােজনে ৮ মার্চ রবিবার সকাল চৌধুরীর মােড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় মানববন্ধন চলাকাল সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদশর কমিউনিস্ট পার্টি মােংলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাে. নাজমুল হক। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখন উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হােসেন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সুশাসনর জন্য নাগরিক-সুজন’র সাধারণ সম্পাদক সাংবাদিক মাে. নূর আলম শেখ, জাতীয় পার্টির মােঃ সেলিম হােসেন, মোংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাে. রফিকুল ইসলাম সােহাগ, থানা যুবদলর সহসভাপতি শেখ শাকির হােসেন, যুবদলনেতা জাহিদ হাসন, সার্ভিস বাংলাদশ’র সভাপতি মােস্তাফিজুর রহমান মিলন, নারীনত্রী কমলা সরকার, হাদিসা খাতুন, নয়ন মন্ডল প্রমূখ।
মানববন্ধন বক্তারা সকল পর্যায়ের কমিটিত ৩০ শতাংশ নারী রাখা এবং নির্বাচন সাধারণ আসন নারীদর মনোনয়ন দেয়ার জন্য রাজনৈতিক দলগুলির প্রতি আহবান জানান। বক্তারা নারী নির্যাতন-খুন-হত্যা-ধর্ষন-যৌতুক-বাল্য বিয়েসহ নারীর প্রতি সকল প্রকার বৈষম্যর বিরুদ্ধে রুখে দাঁড়ানার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
আনন্দবাজার/শাহী