ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল

বাংলাদেশের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা।

তারপরই ওয়ানডে অধিনায়ক ঘোষণার তোড়জোড় শুরু হয়ে যায়। রবিবার এ নিয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয় মাশরাফির বিদায় বলার দুইদিন পর। যেখানে তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, তামিম ইকবাল এখন আমাদের ওয়ানডে অধিনায়ক। অনির্দিষ্ঠ কালের জন্য অধিনায়ক করা হয়েছে। আমরা বোর্ড সভায় তামিম কে সিলেক্ট করেছি।

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তামিমকে  ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে। তামিমের নেতৃত্বে সেই সিরিজে টাইগাররা ধবল ধোলাই হয়।

২০১৪ থেকে দলের নিয়মিত অধিনায়ক হন দেশের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি। অধিনায়ক হয়ে ৮১টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪৭টি ম্যাচ। মোট ৮৮ ম্যাচে তার নেতৃত্বে সর্বোচ্চ ৫০টি ওয়ানডে ম্যাচে জয় পায় বাংলাদেশ।

২০১৫ সালের বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলে বাংলাদেশ। তারপর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেয় সেমি-ফাইনালে। টাইগাররা মাশরাফির নেতৃত্বেই ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারায়।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন