ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার ছড়ানো ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি

বর্তমানে বিশ্বে চলছে করোনাভাইরাসের আতঙ্ক। সম্প্রতি বাংলাদেশেও এই ভাইরাসে সংক্রমিত তিন জন রোগী পাওয়া গেছে। তবে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এতে মৃত্যুহার খুবই কম। এছাড়া সুস্থ স্বাভাবিক মানুষের এই রোগে মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

কিন্তু তবুও এই ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

তবে দেশের বৃদ্ধ এবং অসুস্থ মানুষের কথা ভেবে হলেও এই রোগের ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা করা উচিত। ভাইরাসটির উপস্থিতি দেশে ধরা পড়েছে। তাই সকল শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ করে দেওয়া উচিৎ। এছাড়া এই ভাইরাসের সংক্রমন ঠেকাতে যে কোন গণজামায়েতও নিষিদ্ধ করা উচিৎ।

আরও পড়ুন : বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত

দুনিয়ার সবকিছু সরকারের কাজ না। আসুন, নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলি।

আনন্দবাজার/ এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন