করোনা ভাইরাস নিয়ে যাচাই না করে তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সেই সাথে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। আজ রবিবার (৮ মার্চ) ইউনিসেফ ঢাকা এবং নিউইয়র্ক অফিস থেকে যৌথভাবে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ইউনিসেফের অংশীদারিত্ব বিষয়ক উপ-নির্বাহী পরিচালক শার্লট পেত্রি গোর্নিৎজকার বলেন, যদিও অনেকে ভাইরাস এবং এর বিরুদ্ধে মোকাবেলা করতে যে সব তথ্য শেয়ার করছেন, তবে এ তথ্যের মধ্যে সামান্যই উপকারি বা নির্ভরযোগ্য। স্বাস্থ্যজনিত সংকটের সময়ে ভুল তথ্য আতঙ্ক ও ভয় ছড়িয়ে দিতে পারে।
তাই এ ধরনের মিথ্যাচার যারা সৃষ্টি করছেন তাদের প্রতি আমাদের সহজ একটি বার্তা হলো, থামুন। ভুল তথ্য শেয়ার করা কর্তৃত্বের সাথে এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা বিপজ্জনক এবং অন্যায়ন। সেই জন্য জনসাধারণের প্রতি আমাদের অনুরোধ, আপনাকে ও আপনার পরিবারকে কীভাবে নিরাপদ রাখতে হবে এবং করোনা মোকাবেলা করতে সে সম্পর্কিত সঠিক তথ্য ইউনিসেফ বা ডব্লিউএইচও, সরকারি স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশ্বস্ত স্বাস্থ্যসেবা কর্মীদের মতো যাচাই করা উৎস থেকে জানুন।
আনন্দবাজার/ এইচ এস কে