শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের নিম্নমুখীর মধ্য দিয়েই চলছে লেনদেন

আজ রবিবার (৮ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়েই চলছে লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেন শুরুর আধা ঘণ্টা পর (বেলা ১১টা) ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১০১৬ এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৪৫৭ পয়েন্টে রয়েছে। এ দিন লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৩০টির এবং অপরির্বতিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে ১০টা ৪৫ মিনিটে সিএসইর সূচক ৮ পয়েন্ট কমে। তবে এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যার দাম বেড়েছে ৩০টি কোম্পানির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানি শেয়ার লেনদেন।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সংবাদটি শেয়ার করুন