ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে অতিরিক্ত পণ্য মজুদ টিসিবি’র

আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে বেশি পণ্য মজুদ করছে সরকারি বিপণন সংস্থা (টিসিবি)। সম্প্রতি এই ব্যাপারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে ৪ টি পণ্য রাখার জায়গা। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে আলাদাভাবে বরাদ্দ রাখা হয়েছে পণ্য। তবে রমজানে যেকোনো কারসাজি বন্ধে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের।

রোজা এলেই অস্থির হয়ে উঠে পণ্যের বাজার। রমজান এলেই চাহিদা বেড়ে যায় মসুর ডাল, তেল, চিনি এবং ছোলার। সেই সাথে বিক্রি বাড়ে খেজুরের। তাই রমজানের বাজারে সরবরাহ করতে আমদানি করা হচ্ছে চাহিদার চেয়ে ১০ গুন বেশি পণ্য।

কিন্তু পণ্যের পর্যাপ্ত মজুদের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ করতেও সরকারের তদারকি জোরদার করার তাগিদ দিচ্ছে ক্যাব। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যনুযায়ী, চলতি বছরের আসন্ন রোজায় সারা দেশে ট্রাকের সংখ্যা বাড়িয়ে ৩৫০টি করা হয়েছে। এবং সেই সাথে থাকবে ১০টি খুচরা বিক্রয়কেন্দ্র।

আনন্দবাজার/ এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন