খাবার খেতে গেলে অনেক সময় দাগ লেগে যায়। এটা খুব স্বাভাবিক অসচেতনার কারণে কাপড়ে দাগ লাগতেই পারে। তবে যদি দাগ খুব জটিল হয় তাহলে অনেক ঘষার পরেও উঠতে চায় না। তাই কাপড়ে দাগ পড়লেই চিন্তায় পড়ে যান আপনি। তবে ঘরোয়া উপায় এই কাপড়ে দাগ খুব সহজেই তোলা যায়।
আসুন জেনে নেই কাপড়ের দাগ তোলার ঘরোয়া উপায়-
# কাপড়ে কলমের কালির দাগ লাগলে দ্রুত তরল দুধে ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন সব দাগ।
# কাপড়ে তেলের দাগ লাগলে দাগযুক্ত অংশে লবঙ্গ ছিটিয়ে রেখে দিন পরিষ্কার করার আগে। কিছুক্ষন রাখার পর দাগ উথিয়ে কাপড় ধুয়ে ফেলুন।
# নেইল পলিশের দাগ লাগলে কাপড়ের সামনের অংশে একটি পেপার ন্যাপকিন চেপে ধরে তুলা রিমুভারে ভিজিয়ে পেছনের অংশে আলতভাবে ঘষুন। এভাবে ঘোষলে পেপার ন্যাপকিনে উঠে আসবে দাগ।
# শার্টের কলার থেকে কালচে দাগ দূর করতে ঘষে নিন শ্যাম্পু । কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
# কাপড়ে চায়ের দাগ লাগলে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে ডিটারজেন্ট দিয়ে ঘষে রেখে দিন আধা ঘণ্টা। পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।
# কাপড়ে চুইংগাম লাগলে উপরে এক টুকরো বরফ ঘষে ধীরে ধীরে উঠিয়ে নিন।
আনন্দবাজার/ এইচ এস কে