শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাত দেশে কুয়েতের বিমান চলাচল বন্ধ

বাংলাদেশ সহ আরো সাত দেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে কুয়েত। গতকাল শুক্রবার থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী এক সপ্তাহ বহাল থাকবে বলে জানা গেছে। এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কুয়েতের ফ্লাইট বন্ধ করা অন্যান্য দেশগুলো হলো- মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত এবং শ্রীলঙ্কা।

বাংলাদেশ সহ এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে গত দুই সপ্তাহ ধরে অবস্থান করছেন তাদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কুয়েতের নাগরিকরা এসব দেশ থেকে এলে কোয়ারেন্টাইন শেষ করে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানিয়েছে বেসামরিক কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত বিশ্বের প্রায় একশ দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এতে আক্রান্ত হয়ে কোভিড-১৯ রোগে প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪০ জন। কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

আনন্দগবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ৭১ দেশে প্রায় ৫ হাজার কোটি টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানি  

সংবাদটি শেয়ার করুন