সূচকের পতনের মধ্যদিয়ে সপ্তাহ শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কমেছে লেনদেনের পরিমাণও। আগের সপ্তাহের চেয়ে প্রায় ২২ শতাংশ লেনদেন কমেছে।
গত সপ্তাহে সব ধরনের লেনদেনে পতন দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। গত সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৪১০ কোটি ৭৯ লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ৮৭ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেন কমেছে ৬৭৬ কোটি ৬৭ লাখ টাকা বা ২২ শতাংশ।
গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন ৭২৭ কোটি টাকা কমলেও ‘বি’ ক্যাটাগরিতে বেড়েছে ৫১ কোটি টাকা। ‘এন’ ও ‘জেট’ ক্যাটাগরিতে বেড়েছে অন্তত ১২ কোটি টাকা হারে।
ডিএস-থার্টি সূচক ৩০ দশমিক এক-তিন, ডিএসইএক্স বা মূল সূচক ৯৫ দশমিক সাত-পাঁচ ও ডিএসইএস শরীয়াহ সূচক কমেছে ২৮ দশমিক নয়-সাত পয়েন্ট। গেল সপ্তাহে ৩৫৮টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে বৃদ্ধি পেয়েছে ৯৭টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
আনন্দবাজার/ টি এস পি