ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মূল্য বাড়েনি স্বর্ণের

স্বর্ণ অনেক মূল্যবান জিনিস। কিন্তু বর্তমান বাজারে বাড়েনি এই মূল্যবান জিনিসের মূল্য। আজ যুক্তরাষ্ট্রে এক আউন্স স্বর্ণ বিক্রি করা হচ্ছে ১ হাজার ৬৩৮ ডলারে এবং রুপার মূল্য ১৭ ডলার। জানা গেছে, আরব আমিরাতেও এক আউন্স স্বর্ণের মূল্য ৬ হাজার ২০ দিরুল্ল এবং রুপার মূল্য ৬৩ দিরহাম।

আজ শনিবার বাংলাদেশে এক আউন্স স্বর্ণের মূল্য ১ লাখ ৩৯ হাজার ৩৬৯ টাকা এবং রুপার মূল্য ১ হাজার ৪৬১ টাকা। এর আগে গেল শুক্রবারও (০৬ মার্চ) একই মূল্য ছিল স্বর্ণের।

অপরদিকে মালয়েশিয়ার বাজারে আজ স্বর্ণ বিক্রি হচ্ছে ৬ হাজার ৮২৫ রিঙ্গিতে এবং রুপা বিক্রি হচ্ছে ৭২ রিঙ্গিতে। ভারতে আজ এক আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার ৬১ রুপিতে এবং রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ২৫৯ রুপিতে।

সবমিলিয়ে আজও বাজারে একই রয়েছে স্বর্ণের এবং রুপার মূল্য।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন