ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘র‌্যাপিড রেসপন্স টিম’ করোনা প্রতিরোধে প্রস্তুত

করোনাভাইরাস (কোভিট ১৯) প্রতিরোধে দেশের জেলা-উপজেলা পর্যায়ে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন।

আজ শুক্রবার (৬ মার্চ) রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ফ্লোরা বলেন, করোনাভাইরাস নেই এমন সনদ ছাড়া বাংলাদেশি প্রবাসীদের জন্য কুয়েত সরকারের যে বিজ্ঞপ্তি ছিল, তা আপাতত শিথিল করেছে দেশটি।

চীন ও দক্ষিণ কোরিয়ায় কিছুটা কমলেও, ইতালিতে এখন ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। ইতালির ২২ অঞ্চলে ছড়িয়েছে ভাইরাসের প্রাদুর্ভাব।

এদিকে সৌদি আরবে ওমরা হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরও ১৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার। সৌদি এয়ারলাইন্স আগামী ৩১শে মার্চ পর্যন্ত ওমরা যাত্রীদের নিয়ে কোন ফ্লাইট চালাবে না।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন