ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামিম ইকবাল খান ও লিটন কুমার দাস ওপেনিং করতে নেমে জুটিবদ্ধ হয়ে করেন ১৮২ (২০০)। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির ওপেনিং জুটি ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লেন এই ওপেনিং জুটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯৯৯ সালের ২৫ মার্চ মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সেদিন ব্যাট হাতে মাঠে নেমে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো শতক হাঁকিয়েছিলেন মেহরাব হোসেন অপি। ওই ম্যাচের ওপেনিং জুটিতে ১৭০ রান করেন শাহরিয়ার ও মেহরাব। দীর্ঘ ২১ বছর পর এই জুটির রেকর্ড ভাঙলেন তামিম ও লিটন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩ ওভার ২ বল পর্যন্ত খেলে ১৮২ করেন তামিম-লিটন জুটি। ১১৬ বলে ১০২ রান করে অপরাজিত আছেন লিটন। অন্যদিকে ৮৪ বলে ৭৯ ক্রিজে রয়েছেন তামিম।

ওয়ানডেতে বাংলাদেশের সেরা পাঁচ ওপেনিং জুটিঃ

তামিম ইকবাল ও লিটন কুমার দাস- ১৮২*, চলমান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে

শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন- ১৭০, ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে

তামিম ইকবাল ও এনামুল হক বিজয়- ১৫৮, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে

তামিম ইকবাল ও সৌম্য সরকার- ১৫৪, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস- ১৫০, ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে

আনন্দবাজার/ টি এস পি

 

সংবাদটি শেয়ার করুন