ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পিআইবি’র মহাপরিচালক সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত জাফর ওয়াজেদের সভাপতিত্বে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার (০৩ মার্চ) নোবিপ্রবির একাডেমিক ২ এর ভিডিও কনফারেন্স কক্ষে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলমের উপস্থিতিতে উদ্বোধনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রবীণ সাংবাদিকদের প্রশিক্ষণে উক্ত কর্মশালায় বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে নিয়োজিত নোবিপ্রবির ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় সংবাদপত্রে ভাষার ব্যবহার, ফিচার লেখার কৌশল, সাংবাদিকতার নীতিমালা, আইন ও আচরণবিধি এবং অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল সহ বিভিন্ন বিষয়ে তরুণ ক্যাম্পাস সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

তিন দিন ব্যাপী এই কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে প্রথম দিনে ডেইলি স্টারের সাবেক চীপ রিপোর্টার এম আবুল কালাম আজাদ, দ্বিতীয় দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং যমুনা টেলিভিশনের সংবাদ উপস্থাপক রাহাত মিনহাজ ও দৈনিক জনকন্ঠ ফিচার বিভাগের সহকারী সম্পাদক মলয় বিকাশ দেবনাথ অংশ নেন।

তৃতীয় ও শেষ দিনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমসের প্রদায়ক জুলফিকার আলি মানিক। কর্মশালা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের সনদ প্রদান করা হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস/এ কে

সংবাদটি শেয়ার করুন