ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েদের হ্যান্ডবলের ফাইনালে গণ বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২০ এ নারীদের হ্যান্ডবলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (৫মার্চ) দুপুরে সেমিফাইনাল খেলায় ১৪-৩ গোলে প্রতিদ্বন্দী দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গণ বিশ্ববিদ্যালয়।

খেলায় প্রথম থেকেই আক্রমণ এবং পাল্টা আক্রমণে দারুণ রোমাঞ্চকর খেলা উপহার দিতে থাকে দুই দলই। তবে, দারুন কিছু আক্রমণ থেকে গোল করে প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে যায় গণ বিশ্ববিদ্যালয়।

দ্বিতীয়ার্ধে গবি’র খেলোয়াড়দের দারুণ ছন্দময় খেলায় ম্যাচটি আরো বেশি জমে উঠে। একের পর এক গোল করে প্রতিপক্ষকে চাপের মুখে ফেলে রুমা, ছন্দা, সাদিয়ারা। প্রথমার্ধের মতোই তেমন সুবিধা করতে না পারা ড্যাফোডিল মাত্র দুটি গোল করতে পেরেছে। ফলে পরাজয়ের মালা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়। অন্যতম শক্তিশালী দল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোকাবেলা করবে তাদের ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন