রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে কক্সবাজার গলফ টুর্ণামেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রথমবারের মতো আয়োজন করেছে “কউক মুজিববর্ষ কাপ গলফ টুর্ণামেন্ট “। রামু সেনানিবাসে গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারের তত্তাবধানে শুক্রবার (৬ মার্চ) এ খেলা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে কউক চেয়ারম্যান কর্ণেল (অবঃ) ফোরকান আহমেদ বলেন, প্রথমবারের মতো কক্সবাজারে আমরা এ খেলার আয়োজন করতে যাচ্ছি। সকলের সহযোগিতা নিয়ে আমরা এ খেলার সুন্দর সমাপ্তি ঘটাতে চাই। আমাদের লক্ষ্য এ খেলার মাধ্যমে কক্সবাজারে আগত বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা। যদি আমরা সফল হই তাহলে বিশ্বের অনেক দেশের গলফাড়রা কক্সবাজার আসবে।

বিদেশি গলফাড়রা আসলে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি ব্যবসায়ীরাও দ্বিগুণ আয় করতে পারবে।

তিনি বলেন, কক্সবাজারে দুই তিনটি গলফ মাঠের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সে মতো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। বর্তমানে গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারের সদস্য সংখ্যা ৬০/৭০ জন। আমরা চাই পর্যটকদের পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের অংশ গ্রহণ নিশ্চিত করতে। এ খেলার মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের কাছে নতুন আরেকটি পরিচয়ে তুলে ধরতে চাই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কউক চেয়ারম্যান বলেন, কক্সবাজার থেকে ২৫ কিলোমিটার দুরুত্বে রামু সেনানিবাস। যারা খেলায় অংশ নিবেন তারা নিজস্ব গাড়ি নিয়ে মাঠে যাবে। কিছু ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষকেও পরিবহনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  এশিয়া কাপ ‘বাতিল’

সংবাদটি শেয়ার করুন