ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজার নিয়ে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী

পুঁজিবাজার নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পুঁজিবাজার উঠবে, না নামবে, আমি তা নিয়ে কাজ করি না। আমার কাজ হচ্ছে অর্থনীতিকে শক্তিশালী করা বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার কারওয়ানবাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমেরিকাসহ অনেক উন্নত দেশে ঋণের সুদের হার বেঁধে দেয়। সরকারও সারাজীবন ঋণের সুদের হার বেঁধে দেবে না। বাজার যখন স্থিতিশীল হবে, তখন বাজারের উপর ছেড়ে দেয়া হবে।

সুদের হার কমিয়ে আনতে হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য সুদের হার কমিয়ে আনতে হবে, এ জন্য এখানে হাত দেয়া হয়েছে। পরিস্থিতি বা বাজার স্বাভাবিক হলে এটিও তুলে দেয়া হবে। দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে যেখানে তিন কোটি মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন