বিনা প্রতিদ্বন্দিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ এর সভাপতি অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এবারের বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাত্র একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এবিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন মনোনয়ন পত্র নিয়েছিল এবং জমাও দিয়েছিল দুজন। কোনো পদে একাধিক প্রার্থী ছিল না, তাই নির্বাচনী তফসিল অনুসারে তাদেরকে আমরা নির্বাচিত বলে ঘোষণা করেছি।
আনন্দবাজার/ডব্লিউ এস/এফ এন