শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে চালু হল ডার্ক মোড

উন্মুক্ত করা হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের ডার্ক মোড ফিচার। অফিশিয়াল এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই নতুন এই ফিচারটির আপডেট পাঠানো হবে।

অ্যান্ড্রয়েড পাই অথবা এর আগের ওএস সংস্করণের ব্যবহারকারীরাও এই মোডটি ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানান, পরীক্ষার সময় দেখা গেছে, পুরোপুরি কালো ও সাদা রঙের কনট্রাস্ট চোখে ক্লান্তি সৃষ্টি করে। তাই ব্যাকগ্রাউন্ডে ডার্ক গ্রে রঙ দেখা যাবে। ফন্টের রঙ হবে অফ-হোয়াইট। এতে করে স্ক্রিনের ব্রাইটনেস কমে আসবে।

অ্যান্ড্রয়েড ১০ চালিত ডিভাইসে যদি আগে থেকেই ‘system-wide dark theme’ চালু করা থাকে তবে হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে ডার্ক মোড চালু হবে।অ্যান্ড্রয়েড ৯ ব্যবহারকারীদেরকে হোয়াটসঅ্যাপের সেটিংস মেনুতে গিয়ে ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে।

হোয়াটসঅ্যাপের এই ডার্ক মোড ফিচারটি চালু করতে প্রথমে ‘Settings’ এ যেতে হবে। এরপর ‘Chat’ অপশনে ক্লিক করে Display- তে গিয়ে ‘Theme’ থেকে ‘Dark Theme’ অপশনটি বেছে নিতে হবে। ডার্ক মোড ছাড়াও প্রচলিত ‘Light theme’ ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  নতুন সাজে হোয়াটসঅ্যাপ

সংবাদটি শেয়ার করুন