ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টেন্ডুলকার ও গেইলকে ছাড়িয়ে গেলেন তামিম!

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। শুধু তার ব্যাক্তিগত সর্বোচ্চই নয়, কোনো বাংলাদেশি ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও এটি। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে দেশের প্রথম কোন ব্যাটসম্যান সাত হাজার রানের মাইলফলক পার করল।

একদিনের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের দৌড়ে শচীন টেন্ডুলকার, ব্যাটিং দানব ক্রিস গেইল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মত দাপুটে ক্রিকেটারদের পেছনে ফেলেছেন তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ ওয়ানডেতে সাকিবের ব্যাক্তিগত সংগ্রহ ১৪০৪ রান। ৩০ ওয়ানডেতে ১৫৪৯ রান করে শীর্ষে ছিলেন ক্রিস গেইল। এদিন শুরুতেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে এবং ১৫২ রান করে ক্যারিবিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে যান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ৪০ ওয়ানডে খেলে এখন বাহাতি এই ওপেনারের রান ১৫৫৬।

বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৬ রান সংগ্রাহকের তিনজনই বাংলাদেশের। ষষ্ঠ স্থানে থাকা মুশফিক সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন দেশটির বিপক্ষে। ৪৮ ম্যাচে তিনি করেছেন ১৩৬০ রান।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন