শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অনেক দেশের তুলনায় মেসির আয় বেশি!

প্রশান্ত মহাসাগরের বুকে ছোট দ্বীপ দেশ টুভালু। যার আয়তন মাত্র ২৬ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১১ হাজার। গেল অর্থবছরের হিসাব বলছে ছোট দ্বীপ দেশটির সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) চেয়ে বেশি আয় করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি!

বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার সপ্তাহে বেতন পান ৫ লাখ ইউরো। যা বাংলাদেশি টাকায় ৪৭ কোটি ২৭ লাখ দুই হাজার আট শত আট টাকা। বোনাস ও অন্যান্য আয় মিলিয়ে তা বিশাল অংকে দাঁড়ায়। জানা যায়, ২০১৯ সালে মেসির বার্ষিক আয় ছিল ১২৭ মিলিয়ন ইউরো। যা টুভালুর বার্ষিক জিডিপির প্রায় তিন গুণ!

বিশ্বের সেরা ফুটবল দ্বৈরথগুলোর মধ্যে এল ক্ল্যাসিকো অন্যতম। এল ক্ল্যাসিকোর দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ বছরে যা আয় করে, তা বিশ্বের ১৪ দেশের মোট আয়ের চেয়ে বেশি! গত অর্থবছরে বার্সা-রিয়ালের যৌথ আয় ছিল ১ হাজার ৫৯৬ মিলিয়ন ইউরো।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  'মেসি প্রতারক ও অসভ্য'

সংবাদটি শেয়ার করুন