ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিডিয়াটেক চিপসেটে মারাত্মক ত্রুটি

মিডিয়াটেকের চিপসেটে একটি মারাত্মক ত্রুটির কথা জানিয়েছে গুগল। মার্চের অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে এই বিষয়টি তুলে ধরেছে গুগল।

এতে বলা হয় মিডিয়াটেকের ৬৪ বিটের প্রায় সবকটি চিপসেটে মিডিয়াটেক-সু বা এমটিকে-সু নামে এমন একটি ত্রুটি আছে যেটি ব্যবহারে ডিভাইসের রুট অ্যাকসেস নিয়ে নেওয়া যায়। আর অ্যান্ড্রয়েড ফোনের রুট অ্যাকসেস পাওয়া মানে হচ্ছে পুরো ফোনটির সবকিছুর নিয়ন্ত্রণ পেয়ে যাওয়া।

এক বছর আগে থেকেই এই ত্রুটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। বুটলোডারকে আনলক করে সুপারইউজার সৃষ্টি করে রুটের উপর এই নিয়ন্ত্রণ নেওয়া হয়। চাইলেই এই সুপারইউজার কমান্ড চালিয়ে যে কোনো অ্যাপকে যে কোনো পারমিশন দেওয়া সম্ভব।

এ পর্যন্ত স্বল্প বাজেট ও মিড রেঞ্জের অন্তত ৯৩ টি ডিভাইসে এই সমস্যা পাওয়া গেছে বলে জানিয়েছে এক্সডিএ ডেভেলপার কমিউনিটি। এই সমস্যা থেকে মুক্তি পেতে মিডিয়াটেকের তরফ থেকে সব ধরনের প্যাচ সরবরাহ করা হয়েছিল। তবে কিছু কিছু ডিভাইস কোম্পানি প্যাচগুলো ইন্সটল করেনি। তাই কোম্পানিটি গুগলের মাধ্যমে প্যাচ ইন্সটল করানোর চেষ্টা করছে।

মিডিয়াটেক চিপসেটের ফোন ব্যবহারকারীদের অনুরোধ করা হয়েছে দ্রুত গুগলের সিকিউরিটি আপডেট ইন্সটল করে নিতে।চিপসেটের এই ঝুঁকিকে কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ৭ (নুগাট), ৮ (অরিও), ৯ (পাই) চালিত ডিভাইসগুলোকে হ্যাক করা যায় বলে জানিয়েছে এক্সডিএ ডেভেলপারস।তবে এমটিকে-সু কেবল ক্ষণস্থায়ীভাবেই সুপারইউজারকে পারমিশন দিতে পারে। ডিভাইসটি রিস্টার্ট করা হলে সুপারইউজার এই ক্ষমতা হারিয়ে ফেলে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন