করোনায় আক্রান্ত হয়ে এক দিনেই ইতালিতে মারা গেছে ২৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৯ জনে। নোভেল করোনায় চীনের বাইরে সব চেয়ে বেশি মৃত্যু এখন ইতালিতে। সারাবিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০২ জনে। আক্রান্ত প্রায় ৯৩ হাজার।
প্রানঘাতী করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ে ইরানে ১১, দক্ষিণ কোরিয়ায় ৬ এবং যুক্তরাষ্ট্রে ৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ জন। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ১২টি স্টেটে ৫৮ জনের কোভিড-১৯ ধরা পড়েছে। তার মধ্যে ওয়াশিংটনে সবচেয়ে বেশি সংখ্যক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এছাড়া যুক্তরাস্ট্রে এখন পর্যন্ত ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছ। করোনায় মারা যাওয়া ছয়জনই এই স্টেটের। ঠিক এর পরেই আক্রান্তের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া, সেখানে আক্রান্ত হয়েছে ২০ জন।
আনন্দবাজার/শাহী