ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে শিলাবৃষ্টিতে পেঁয়াজের আবাদে ধস

সম্প্রতি শিলাবৃষ্টিতে পেঁয়াজের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে ফরিদপুরের নগরকান্দা এবং ভাঙ্গায় । গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টা হতে ছয়টা পর্যন্ত শিলাবৃষ্টি হয় ইউপিসহ ফরিদপুরের কয়েকটি উপজেলায়। এ কারণে ইউপির অন্তত ২৩৪ একর জমির পেঁয়াজ নষ্ট হয়েছে এবং এর  ফলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে কম পক্ষে ১০ কোটি টাকার ঘরে।

এই ব্যাপারে নগর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, শিলাবৃষ্টিতে ইউপির ৫০ একর জমির পেঁয়াজ এবং ২৫ একর জমির ইরি ধানের ক্ষতিসাধন হয়েছে। তবে পেঁয়াজের দানা বড় হয়ে যাওয়াতে সেগুলো তুলে বিক্রি করা যাবে, কিন্তু খুব বেশিদিন এটি সংরক্ষণ করা যাবে না।

আরও পড়ুন : করোনায় রফতানি সংকটে শ্রীলংকার পোশাক খাত

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন ইয়ামিন জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে উপজেলায় প্রায় ১৫০ হেক্টর জমির পেঁয়াজ আবাদের ক্ষতি হয়েছে। মাত্র আধা ঘণ্টার শিলা বৃষ্টিতে ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি, বাইশাখালী, কুটিবাড়ি চরকান্দা মহল্লা, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, মাঝিকান্দা এবং ঘারুয়া ইউপির বগাইল গ্রামসহ আরও কিছু উপজেলায় পেঁয়াজ ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন